আমাজন অরণ্য (Amazon Rainforest) কী? আমাজন অরন্য কোথায়?
আমাজন রেইনফরেস্ট পৃথিবীর ফুসফুস নামে খ্যাত সর্ববৃহৎ বণাঞ্চল। এই আমাজন অরণ্য বা Amazon Regenwoud (ডাচ) দক্ষিণ আমেরিকার নদী বিধৌত অঞ্চলে অবস্থিত বিশাল বনভুমি।
আমাজন অরণ্য কিন্তু একটি দেশে অবস্থিত নয়! তবে কয়টি দেশজুড়ে অবস্থিত এই আমাজন অরণ্য? ৯টি দেশজুড়ে বিস্তৃত এ অরণ্য। এর ১৩% অংশ রয়েছে পেরুতে, ৬০% অবশ্য অবস্থিত ব্রাজিলে এবং বাকি অংশ রয়েছে ইকুয়েডর, গায়ানা, ফরাসি গায়ানা, কলম্বিয়া, সুরিনাম, বলিভিয়া ও ভেনেজুয়েলাতে।
পৃথিবী জুড়ে যত রেইনফরেস্ট তার অর্ধেকটা অংশই দখল করে আছে এ আমাজন অরণ্য একাই। এ বৃহৎ সবুজ সায়র আমাজন অরণ্যের ক্ষেএফল ২১,২৩,৫৬২ বর্গমাইল ।আমাজন জঙ্গলের জীববৈচিত্র্য সুবিস্তীর্ণ ।
এখানে রয়েছে অনেক প্রজাতির মানুষ, জীব যারা এখন পৃথিবীতে বিরল ও বিলুপ্ত। বিস্ময়কর ও রহস্যময় এ আমাজনে আছে ৪২৭ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, ৪২৮ প্রজাতির উভচর, ৩৭৮ প্রজাতির সরিসৃপ এবং ৮৫ লক্ষ প্রজাতির কীটপতঙ্গ। রয়েছে ৩০০০ প্রজাতির মাছ ও জলজ প্রাণী।
দৃষ্টিনন্দন ও বিপদজনক উভয় ধরণের প্রাণীরই বাসস্থান এ আমাজন রেইনফরেস্ট। এখানে রয়েছে লাল চোখা ব্যাং, জাগুয়ার, বানর, পিরানহা, পৃথিবীর সবথেকে বড় ও ভয়ঙ্কর সাপ অ্যানাকোন্ডা, বিষাক্ত ডার্ট ফ্রগসহ অসংখ্য ভয়ংকর ও দৃষ্টিনন্দন প্রাণী।
প্রায় ১৬ হাজার প্রজাতিতে বিভক্ত প্রায় ৩৯০ বিলিয়ন গাছ রয়েছে আমাজনে। এ বনের বেশিরভাগ গাছপালাই হলো চিরহরিৎ গাছ যার কারণে এ বন চিরহরিৎ বন বলেও পরিচিত।
পৃথিবীর জন্য অত্যন্ত গুরুত্ববহুল এ আমাজন জংগল। জানলে অবাক হবেন যে পৃথিবীর ক শতাংশ অক্সিজেনের যোগান দেই এই আমাজন! পৃথিবীর ২০% অক্সিজেনের যোগান দেয় আমাজন।
পৃথিবীর সপ্তাশ্চর্যের একটি হলো এই আমাজন। ৩০০ এরও বেশি আদিবাসীর বাস এ আমাজনে। মোট আদিবাসী নৃগোষ্ঠীর সংখ্যা ১০ লক্ষেরও অধিক। তাদের অধিকাংশই ব্রাজিলীয় তবে অনেকে পর্তুগীজ, স্পানিশ, ইত্যাদি ভাষায় কথা বলে। নিজস্ব ভাষাও রয়েছে এদের। বহিঃবিশ্বের সাথে অনেকটাই যোগাযোগহীন এরা। জনৈক মার্কিন বিজ্ঞানী আশংকা করেছেন আগামী ৫০ বছরের মাঝেই অস্তিত্ব হারাতে পারে আমাজন অরণ্য। পেনিসিলভেনিয়া স্টেট বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞানের অধ্যাপক জেমস্ এলকক বিবিসি কে দেয়া এক সাক্ষাৎকারে এই বিবৃতি প্রদান করেন।ব্যাপকাকারে ও অপরিকল্পিতভাবে বন নিধনই হবে এর কারণ এমনই মন্তব্য অধ্যাপক জেমস্ এল্ককের।তার মতে, জটিল প্রতিক্রিয়া নামে আখ্যায়িত পরিবেশ সম্পর্কিত প্রক্রিয়ার ফলেও এমনটা ঘটতে পারে।
0 Comments