বানর, বান্দর বা বাঁদর এক প্রকারের স্তন্যপায়ী প্রাণী। বানর আমরা সবাই চিনি । তবে আজ আপনারা বানর সমপর্কে অদ্ভুত এক তথ্য জানতে চলেছেন। জানলে অবাক হবেন যে, বানরের কোনো পা নেই, এর ৪টিই হাত!!
আমরা জানি যে, যা দিয়ে মুষ্টি করা সম্ভভ সেটা হলো হাত । পা দিয়ে কখনো মুষ্টিবদ্ধ করা সম্ভভ নয় । বানর এক ডাল থেকে আরেক ডালে চলার সময় তার হাত দিয়ে ডাল আঁকড়ে ধরে। যার ফলে সহজে এক ডাল বা গাছ থেকে অন্য ডাল বা গাছে চলাচল করতে পারে। এখন দেখা যায় যে, বানর তার চারটি অঙ্গ দিয়েই মুষ্টিবদ্ধ করতে পারে। মুষ্টিবদ্ধ করার ক্ষমতার কারণেই বানরে চারটিই হাত । বানরের পা নেই।
0 Comments